গানটা আমার বারবার শুনতে মন চায

ভেঙ্গে যাওয়া বুকে আছি বড় সুখে --পলাশ (Polash) by Poth Music
শহরের রঙিন পর্দার অন্তরালে এরকম হাজার হাজার শিশু ঘুরে বেড়াচ্ছে অনাহার অবহেলা, অনাদর আর নির্যাতনে। আর এরকমই পথশিশুদের নিয়ে কাজ করে অনেক বেসরকারি সংগঠন। তাদেরই একটি হলো পথ সেবা সংগঠন। পথশিশু সেবা সংগঠন একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। 'আসুন নিজে সেবা করি এবং অন্যজনকেও সেবা করার সুযোগ করে দিই।