ফিরে এসেছো আবার জীবনে আমার--এন্ডো কিশোর

অল্প রোদ আর অধিক ছায়ায় ঢেকে থাকা নবগ্রামের ঠাকুরবাড়ির জঙ্গলে মচমচ ক্রিম কালার বাঁশপাতার পড়ে থাকা ছেঁড়া বিছানা থেকে যেমন করে খোলস বদল করে আলগোছে সরে যায় ইটভাটার গর্ত থেকে বেড়াতে আসা রঙিন গোখরা, একদিন তার মতো করে অন্য কোথাও ছুটে যাব নীল বিষের ঠোঁট এগিয়ে অন্য কোনো জনপদে যেভাবে তুমিও যেতে চাও প্রতিদিন, প্রতি সন্ধ্যায়

Comments

Popular posts from this blog