ICC Cricket World Cup 2019---ইংল্যান্ড দল ঘোষণা, বাদ জোফরা আর্চার।
ইংল্যান্ড ১৫ জনের বিশ্বকাপ দলে জোফরা আর্চারকে না রেখে জো ডেনলিকে নিয়ে চমক দিয়েছে।

ইংল্যান্ড ICC Cricket World Cup 2019-এর জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে দিল। ৩০ মে থেকে শুরু হবে ইংল্যান্ড বিশ্বকাপ। ২৩ এপ্রিল বিশ্বকাপের দল ঘোষণা করার শেষ দিন। অনেকেই ইতিমধ্যে দল ঘোষণা করে দিয়েছে। বুধবার দল ঘোষণা করে দিল ইংল্যান্ডও। প্রত্যাশামতই দল ঘোষণা করেছে ইংল্যান্ড। একমাত্র চমক Jofra Archer-এর বাদ পড়া। তাঁর জায়গায় Joe Denly-কে নেওয়া। যদিও ২৪ বছরের আর্চারকে পাকিস্তানের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজে ১৭ জনের দলে রাখা হয়েছে। বিশ্বকাপের আগে খেলবে দুই দল। সদ্য শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও একই দল নিয়ে খেলেছে ইংল্যান্ড। যা শেষ হয়েছে ২-২-এ। একটি ম্যাচ বৃষ্টির জন্য বাতিল হয়ে যায়। ইংল্যান্ড নিবার্চক ইডি স্মিথ এক বার্তায় বলেন, ‘‘আইসিসির নিয়ম অনুযায়ী২৩ এপ্রিলের মধ্যে ১৫ জনের প্রাথমিক দল জানিয়ে দিতে হবে। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে রয়্যাল লন্ডন ওডিআই সিরিজের ১৭ জনের দলের যে কেউ বিশ্বকাপের ১৫ জনের দলে জায়গা করে নিতে পারে। যেটা আমরা সিরিজের শেষে ঠিক করব।''
১৫ জনের প্রাথমিক দলে জোফরা আর্চার জায়গা না পেলেও ১৭ জনের ওডিআই সিরিজের দলে তিনি রয়েছেন। অল-রাউন্ডার ক্রিস জর্ডনও রয়েছেন এই দলে।
ইংল্যান্ড ১৭ জনের ওডিআই দল:
ইয়ন মর্গ্যান (অধিনায়ক), মইন আলি, জোফরা আরর্চার, জনি বেয়ারস্টো, জোস বাটলার, টম কুরান, জো ডেনলি, ক্রিস জর্ডন, অ্যালেক্স হেলস, লিয়াম প্লাঙ্কেট, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক উড।
ICC Cricket World Cup 2019: ভারতীয় দলে জায়গা হল না পন্থ, রায়ডুর
ইংল্যান্ড ১৫ জনের প্রাথমিক বিশ্বকাপ দল:
ইংল্যান্ড ১৫ জনের প্রাথমিক বিশ্বকাপ দল:
ইয়ন মর্গ্যান (অধিনায়ক), মইন আলি, জনি বেয়ারস্টো, জোস বাটলার, টম কুরান, জো ডেনলি, অ্যালেক্স হেলস, লিয়াম প্লাঙ্কেট, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক উড।
খেলা ও অন্যান্য সংক্রান্ত সকল সাম্প্রতিক খবর জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন আর সাবস্ক্রাইব করুন YouTube
LIKE | COMMENT | SUBSCRIBE | SHARE
Comments
Post a Comment
Thanks For Your Comments.