রুবেলের খারাপ লাগছে তাসকিন না থাকায়

২০১৪ বিশ্বকাপ একসঙ্গে
মাতিয়েছেন বাংলাদেশের দুই পেস বোলার
তাসকিন আহমেদ
ও রুবেল
হোসেন।
কিন্তু এবার
পুরোপুরি ফিট
না থাকায়
দলে সুযোগ
পাননি তাসকিন। বিশ্বকাপের
স্বপ্নভঙ্গ হওয়ার বিষয়টি সহজে নিতে
পারেননি তিনি। দল
ঘোষণার পর
সংবাদ মাধ্যমের
সামনে কান্নায়
ভেঙে পড়েন। মুহূর্তের
মধ্যে বিষয়টি
নাড়া দিয়ে
যায় ক্রিকেট
পাড়ায়।
নাড়া দেয়
আরেক পেসার
রুবেল হোসেনকেও। বিশ্বকাপের
মতো বড়
মঞ্চে সতীর্থ
তাসকিনকে না
পেয়ে খুব
খারাপ লেগেছে
তার।
বুধবার গনমাধ্যমের
মুখোমুখি হয়ে
অকপটে জানিয়েছেন
সতীর্থের জন্য
মন খারাপের
কথা।
তাসকিনের প্রসঙ্গ নিয়ে রুবেল বলেন, ‘তাসকিন আমার অনেক ভালো এবং কাছের একজন ছোট ভাই। তাঁকে আমি অনেক স্নেহ করি। সে অনেক ভালো বোলার। তবে এটি সম্পূর্ণ নির্বাচকদের ওপর নির্ভর করে। আর বিশ্বকাপ একটি অনেক বড় টুর্নামেন্ট। সুতরাং এখানে আমার আসলে বলার কিছু নেই। অবশ্যই আমার খারাপ লাগছে (তাসকিন না থাকায়)। সে বিপিএলটি অনেক ভালো খেলেছিল, ইনজুরিতে পড়েছে আবার। আসলে এটি ওর জন্য খুব দুঃভাগ্যজনক।
Comments
Post a Comment
Thanks For Your Comments.