শহরের রঙিন পর্দার অন্তরালে এরকম হাজার হাজার শিশু ঘুরে বেড়াচ্ছে অনাহার অবহেলা, অনাদর আর নির্যাতনে। আর এরকমই পথশিশুদের নিয়ে কাজ করে অনেক বেসরকারি সংগঠন। তাদেরই একটি হলো পথ সেবা সংগঠন। পথশিশু সেবা সংগঠন একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। 'আসুন নিজে সেবা করি এবং অন্যজনকেও সেবা করার সুযোগ করে দিই।
একদিন সব ফিরিয়ে দেব। ফিরিয়ে দেব অবহেলা । ফিরিয়ে দেব কৌশল। সমস্ত অন্ধকার রহস্যময়তা ফিরিয়ে দেব ঠিকঠাক। চালভাজা খেয়ে উঠোনের মানচিত্র তুলে নিয়ে উড়ে যায় যেমন ঘুঘুর দল, তেমন করে তোমার ঘরদোর আর দরজার সামনের নামফলক বিস্মৃতির দেশে পাঠিয়ে দেব, কোনোমতেই তুমি খুঁজে পাবে না কোনদিকে স্নানঘর, চুল শুকাবার সুমসৃণ ছাদ অথবা বারান্দা কোনদিকে। এইভাবে আমি সব অচেনায় থাকি, চেনা পৃথিবীর কোনো চিহ্নও স্পর্শ পাই না আঙুলের কসরতে। তোমাকেও এমন থতমত অবস্থা ফিরিয়ে দেব, কথা দিলাম। অল্প রোদ আর অধিক ছায়ায় ঢেকে থাকা নবগ্রামের ঠাকুরবাড়ির জঙ্গলে মচমচ ক্রিম কালার বাঁশপাতার পড়ে থাকা ছেঁড়া বিছানা থেকে যেমন করে খোলস বদল করে আলগোছে সরে যায় ইটভাটার গর্ত থেকে বেড়াতে আসা রঙিন গোখরা, একদিন তার মতো করে অন্য কোথাও ছুটে যাব নীল বিষের ঠোঁট এগিয়ে অন্য কোনো জনপদে। যেভাবে তুমিও যেতে চাও প্রতিদিন, প্রতি সন্ধ্যায়। একদিন সব ফিরিয়ে দেব৷ শুধু একটুও দেব না যতখানি ভালোবেসেছ এত কাল ভুল দুপুরে অথবা অবুঝ সকালবেলা য়।
আমি চলে যাবার পর পাঁচ টাকার নতুন কয়েনের মতো চকচক করে ওঠে তোমার মাসকারায় আচ্ছন্ন চোখ, তুমি একবার রোদের দিকে তাকাও আরেকব ার আয়নায়, প্রথমবার রোদের দিকে তাকিয়ে চোখ অন্ধ হয়ে আসে, ওদিকে রোদ থইথই স্মৃতির দস্যিপনা, যত দ্রুত চোখ ফেরাও ততোই নির্ভার। আরেকবার মানে শেষবারের আগেরবার তাকাও তুমি আয়নায় এবার ড্রেসিংটেবিলের কোণায় লেগে থাকা পুরনো টিপ নড়ে উঠলো বুঝি, কবে কোন বিশেষ দিনে পরতে গিয়ে খুলে রেখেছো, কখনও কপাল ঘষে তুলিনি বলে আক্ষেপ আর অভিমানে তোমার গলা ধরে আসছে এখন। এখন কোনদিকে রাখবে চোখ? আমি চলে যাবার পর তোমার পথ হতে ধুলো সরে যায় আর সবুজ হয়ে ওঠে প্রতিটা গাছের ছায়া, তুমি একবার বাইরে রাখো পা আরেকবার গুটিয়ে যাও স্বীকার করে নাও এই অবাধ্য সত্য, প্রথমবার তুমি বাইরে আসো, পথের পাশে কাউকে দেখো না তারপর তুমি ফিরে যাও ভেতরের দিকে সেদিকেও কেউ নেই আর তারপর তুমি পা রাখো যখন সীমানার বাইরে তখন তুমি অচল, অসাড় ভীষণ তুমি তখন। খুব ভালো করেই জানো – এই শহরের কোথাও আমাদের পায়ের স্পর্শ নেই, এমন জায়গা খুঁজেই পাবে না। এবার কোনদিকে যাবে তুমি? আমি চলে যাবার পর খুশি হবার বদলে তুমি মূলত পরিচয়হীন হয়ে পড়ো । তোমার যাবার জায়গা থা...
Comments
Post a Comment
Thanks For Your Comments.