টি-টোয়েন্টি চ্যালেঞ্জে ডাক পেয়েছে বাংলাদেশের জাহানারা আইপিএলে।


ভারতে মেয়েদের প্রথম ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জে ডাক পেয়েছে বাংলাদেশের গতিতারকা জাহানারা আলম ভেলোসিটির দলের হয়ে খেলবেন বাংলাদেশের এই পেসার বিদেশী ফ্র্যাঞ্চাইজি লীগ খেলার জন্য বাংলাদেশ থেকে জাহানারাই প্রথম ডাক পেলেন
১৩ জনের স্কোয়াডে চারজন করে বিদেশী ক্রিকেটার রয়েছে ভারত ছাড়া নিউজিল্যান্ড, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা বাংলাদেশের ক্রিকেটাররা অংশ নেবেন এই টুর্নামেন্টে ভেলোসিটির দল : মিতালি রাজ (ক্যাপ্টেন), অ্যামেলিয়া কের (নিউজিল্যান্ড), ড্যানিয়েলে ওয়াট (ইংল্যান্ড), জাহানারা আলম (বাংলাদেশ), দেবিকা বৈদ্য, একতা বিস্ট, হেইলি ম্যাথিউজ (ওয়েস্ট ইন্ডিজ), কোমল ঝাঁঝড়, শেফালি বর্মা, শিখা পান্ডে, সুষমা বর্মা (উইকেটরক্ষক), সুশ্রী দিব্যদর্শিনী বেদা কৃষ্ণমূর্তী


টি-২০ চ্যালেঞ্জের সূচিঃ

তারিখঃ         ০৬ মে                                                     ০৮ মে                                   ০৯ মে                                    ১১ মে

ম্যাচঃ সুপারনোভাস বনাম ট্রেলব্লেজাস --- ট্রেলব্লেজাস বনাম ভেলোসিটি---সুপারনোভাস বনাম ভেলোসিটি--ফাইনাল

ভেন্যূ ঃ জয়পুর

Comments

Popular posts from this blog