বিশ্বকাপের আগে মালিঙ্গার বিধ্বংসী বোলিং
বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে ফর্মের তুঙ্গে রয়েছেন শ্রীলঙ্কান পেস বোলার লাসিথ মালিঙ্গা বিপক্ষ ব্যাটসম্যানদের রীতিমত চোখ রাঙিয়ে জয় নিজেদের করে নিয়েছেন মালিঙ্গার দল মুম্বই ইন্ডিয়ান্স।
লাসিথ মালিঙ্গার বোলিংয়ের সামনে দাঁড়াতেই পাড়েনি চেন্নাই সুপার কিংস। চলতি আইপিএলে
পয়েন্ট
টেবিলের
শীর্ষে
থাকা
চেন্নাইকে
১০৯
রানেই
অলআউট
করল
মুম্বাই
ইন্ডিয়ান।
চেন্নাইয়ের বিপক্ষে ৪৬ রানে জয় পায় রোহিত শর্মার নেতৃত্বাধীন মুম্বাই ইন্ডিয়ান্স।
এই
জয়ে
দিল্লি
ক্যাপিটালসকে
হটিয়ে
১১
ম্যাচে
১৪
পয়েন্ট
নিয়ে
দুই
নম্বরে
উঠে
এলো
মুম্বাই। ১২ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে চেন্নাই।
১১
ম্যাচে
১৪
পয়েন্ট
নিয়ে
তিনে
দিল্লি।
Comments
Post a Comment
Thanks For Your Comments.