IPL 2019:আউট রোহিত-কাটিং, কোটলার মন্থর পিচে লড়ছেন ডিকক

MI vs DC Head to Head Live Score Updates: 

আজ গুরুত্বপূর্ণ ম্যাচে যে দলই জিতবে, সেই দলই প্লে অফের টিকিট কার্যত নিশ্চিত করে ফেলবে। অন্যদিকে, যে দল হারবে তাদের আবার বাকি ম্যাচগুলোয় কঠিন চ্যালেঞ্জের সামনে…

৮ ম্যাচে দশ পয়েন্ট নিয়ে আজ ফিরোজ শাহ কোটলায় খেলতে নামছে দিল্লি ক্যাপিটালস ও মুম্বই ইন্ডিয়ান্স। সমসংখ্যক পয়েন্ট হলেও দিল্লি নেট রান রেটের বিচারে এগিয়ে রয়েছে। যে দলই জিতবে তাদের প্লে অফ কার্যত নিশ্চিত। অন্যদিকে, যে দল হারবে তাদের আবার প্লে অফের সাপ-লুডো খেলায় তাড়া করবে কেকেআর, কিংস ইলেভেন পাঞ্জাব। দিল্লি শেষ তিন ম্যাচে যথেষ্ট ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়েছে। টানা তিন ম্যাচ জিতেছে তারা। অন্যদিকে, মুম্বই ধারাবাহিকতার অভাবে ভুগছে। কিংস ইলেভেন পাঞ্জাব ও আরসিবি-র বিরুদ্ধে জিতলেও হারতে হয়েছে রাজস্থান রয়্যালসের কাছে। এমন অবস্থায় কোটলার ম্যাচ বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে।

Comments

Popular posts from this blog

অবহেলা।

পাঁচ টাকার নতুন কয়েনের মতো চকচক করে ওঠে তোমার মাসকারায় আচ্ছন্ন চোখ