IPL 2019:আউট রোহিত-কাটিং, কোটলার মন্থর পিচে লড়ছেন ডিকক
MI vs DC Head to Head Live Score Updates:
আজ গুরুত্বপূর্ণ ম্যাচে যে দলই জিতবে, সেই দলই প্লে অফের টিকিট কার্যত নিশ্চিত করে ফেলবে। অন্যদিকে, যে দল হারবে তাদের আবার বাকি ম্যাচগুলোয় কঠিন চ্যালেঞ্জের সামনে…
৮ ম্যাচে দশ পয়েন্ট নিয়ে আজ ফিরোজ শাহ কোটলায় খেলতে নামছে দিল্লি ক্যাপিটালস ও মুম্বই ইন্ডিয়ান্স। সমসংখ্যক পয়েন্ট হলেও দিল্লি নেট রান রেটের বিচারে এগিয়ে রয়েছে। যে দলই জিতবে তাদের প্লে অফ কার্যত নিশ্চিত। অন্যদিকে, যে দল হারবে তাদের আবার প্লে অফের সাপ-লুডো খেলায় তাড়া করবে কেকেআর, কিংস ইলেভেন পাঞ্জাব। দিল্লি শেষ তিন ম্যাচে যথেষ্ট ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়েছে। টানা তিন ম্যাচ জিতেছে তারা। অন্যদিকে, মুম্বই ধারাবাহিকতার অভাবে ভুগছে। কিংস ইলেভেন পাঞ্জাব ও আরসিবি-র বিরুদ্ধে জিতলেও হারতে হয়েছে রাজস্থান রয়্যালসের কাছে। এমন অবস্থায় কোটলার ম্যাচ বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে।
Comments
Post a Comment
Thanks For Your Comments.