ধোনিহীন চেন্নাইয়ের লজ্জার হার মুম্বইয়ের কাছে



৪৬ রানে চেন্নাইকে হারিয়ে দিল মুম্বই প্রথমে ব্যাট করতে নেমে উইকেট হারিয়ে ১৫৫ রান করে রোহিতের দল কিন্তু ১৫৬ রান তাড়া করতে নেমে শুরু থেকেই হোঁচট খেতে হয় মুম্বইয়ের কাছে ১৭ ওভার চার বলে সব উইকেট পড়ে যায় চেন্নাইয়ের মাত্র ১০৯ রান তুলতে পারে চেন্নাই বাহিনী
মুম্বইও প্রথমে ব্যাট করতে নেমে দিন নাজেহাল হয়ে গিয়েছিল বড় রান খাড়া করতে একমাত্র ক্যাপ্টেন রোহিত শর্মা ৪৮ বলে ৬৭ রান করেন এছাড়া এভিন লুইস ৩২ রান এবং হার্দিক পান্ডিয়া করেন মাত্র ২৩ রান চেন্নাইয়ের হয়ে মিচেল স্যান্টার তুলে নেন উইকেট

Comments

Popular posts from this blog

অবহেলা।

পাঁচ টাকার নতুন কয়েনের মতো চকচক করে ওঠে তোমার মাসকারায় আচ্ছন্ন চোখ