অতীতে ভালো খেললেও আমি সেটা মনে রাখি না খারাপ খেললেও আমি সেটা মনে রাখি না।--তামিম ইকবাল






অতীতে ভালো খেললেও আমি সেটা মনে রাখি না খারাপ খেললেও আমি সেটা মনে রাখি নাবর্তমানে আমি কি করছি সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ বিশ্বকাপের আগে ট্রাই নেশন সিরিজআর তাই এখন ওটা নিয়েই ভাবতে চাইবিশ্বকাপে অবশ্যই চাই ভালো খেলতে আমি যেই স্ট্যান্ডারটা মেনটেইন করি আমি এখনো সেটা বিশ্বকাপে দিতে পারি নিআমরা কি করবো না করবো সেটা পরে দেখা যাবে আগে আমাদের প্রত্যেকের বিশ্বাস রাখতে হবে যে আমরা যেকোন দলকে হারাতে পারি

----------তামিম ইকবাল খান

প্রস্তুত হচ্ছেন তামিম নিজের ৪র্থ বিশ্বকাপকে তামিমময় করে সাজিয়ে রাখতেইংল্যান্ড মানেই তামিমের রান বন্যা টেস্ট,ওডিআই মিলিয়ে ৩টি শতক আছে তামিমের ব্রিটিশদের মাটিতে২০১৭সালের চ্যাম্পিয়নস ট্রফিতেও ১টি শতক হাঁকিয়েছিলেন ইংল্যান্ডের মাটিতেতবে তামিম এসব কিছুই মনে রাখতে চান নাইংল্যান্ডে নিজের এমন কীর্তি জেনেও তিনি সতর্কতার কাছে অতীত অতীতইতিনি সবসময় বর্তমানকে নিয়ে ভাবতে চানআর তাই ভালো খেলতে মিরপুর একাডেমী মাঠে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন চট্রলার ক্রিকেটার

ট্রাই নেশন সিরিজ বিশ্বকাপে জ্বলে উঠুক তামিমের ব্যাটঅবিরাম প্রতিপক্ষের বোলারদের শাসন করে যাক তামিমের ব্যাট নামক উইলোকারণ, তার ব্যাটের উপরই নির্ভর করে আমাদের বড় স্কোরের সম্ভাবনা

Comments