অতীতে ভালো খেললেও আমি সেটা মনে রাখি না খারাপ খেললেও আমি সেটা মনে রাখি না।--তামিম ইকবাল
অতীতে ভালো খেললেও
আমি সেটা
মনে রাখি
না খারাপ
খেললেও আমি
সেটা মনে
রাখি না।বর্তমানে
আমি কি
করছি সেটা
আমার কাছে
গুরুত্বপূর্ণ। বিশ্বকাপের আগে ট্রাই
নেশন সিরিজ।আর
তাই এখন
ওটা নিয়েই
ভাবতে চাই।বিশ্বকাপে
অবশ্যই চাই
ভালো খেলতে
আমি যেই
স্ট্যান্ডারটা মেনটেইন করি আমি এখনো
সেটা বিশ্বকাপে
দিতে পারি
নি।আমরা কি
করবো না
করবো সেটা
পরে দেখা
যাবে আগে
আমাদের প্রত্যেকের
বিশ্বাস রাখতে
হবে যে
আমরা যেকোন
দলকে হারাতে
পারি।
----------তামিম ইকবাল খান।
প্রস্তুত হচ্ছেন তামিম
নিজের ৪র্থ
বিশ্বকাপকে তামিমময় করে সাজিয়ে রাখতে।ইংল্যান্ড
মানেই তামিমের
রান বন্যা। টেস্ট,ওডিআই মিলিয়ে
৩টি শতক
আছে তামিমের
ব্রিটিশদের মাটিতে।২০১৭সালের চ্যাম্পিয়নস
ট্রফিতেও ১টি
শতক হাঁকিয়েছিলেন
ইংল্যান্ডের মাটিতে।তবে তামিম
এসব কিছুই
মনে রাখতে
চান না।ইংল্যান্ডে
নিজের এমন
কীর্তি জেনেও
তিনি সতর্ক।তার
কাছে অতীত
অতীতই।তিনি সবসময়
বর্তমানকে নিয়ে ভাবতে চান।আর তাই
ভালো খেলতে
মিরপুর একাডেমী
মাঠে নিরলস
পরিশ্রম করে
যাচ্ছেন চট্রলার
এ ক্রিকেটার।
ট্রাই নেশন সিরিজ
ও বিশ্বকাপে
জ্বলে উঠুক
তামিমের ব্যাট।অবিরাম
প্রতিপক্ষের বোলারদের শাসন করে যাক
তামিমের ব্যাট
নামক উইলো।কারণ,
তার ব্যাটের
উপরই নির্ভর
করে আমাদের
বড় স্কোরের
সম্ভাবনা।
Comments
Post a Comment
Thanks For Your Comments.