IPL2019 :অন্য লুকে বিরাট কোহলি, অন্য ধর্মের প্রতি শ্রদ্ধার দারুণ নিদর্শন

জোর আইপিএলের মরশুম চলছে ৷ এখনও অবধি এবারের আইপিএলে একটিমাত্র ম্যাচ জিতেছে আরসিবি ৷ যা নিয়ে সমালোচনার ঝড়ে বিধ্বস্ত বিরাট কোহলি ৷ পাশাপাশি স্ক্যানারের নিচে গোটা দলের পারফরম্যান্স ৷ কিন্তু এসব কিছু মাথায় নিয়ে দিন রাত বসে থাকতে নারাজ কোহলি ৷বিভিন্ন স্পেশাল দিনে বিশেষ বার্তা দিয়ে পোস্ট করেন ৷ তা সে দিওয়ালি হোক বা ভ্যালেন্টাইন্স ডে ৷ এবার আবার একেবারে অন্য লুকে ছবি পোস্ট করলেন বিরাট ৷ শিখদের মতো মাথায় পাগড়ি বেঁধে গুরু নানকের প্রতি শ্রদ্ধা জানালেন তিনি ৷
Comments
Post a Comment
Thanks For Your Comments.