কলকাতাকে ১০ রানে হারিয়ে দিল বেঙ্গালুরু--IPL 2019 (KKR vs RCB)



সবার নজর ছিল Andre Russell-এর দিকে। কিন্তু সবাইকে স্বস্তি দিয়ে তিনি দলে রয়েছেন। শুক্রবার ঘরের মাঠে Royal Challengers Bengaluru-র বিরুদ্ধে খেলতে নেমেছে Kolkata Knight Riders। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে কলকাতা। প্রথমে ব্যাট করে শুরুটা ভাল না হলেও পরে হাল ধরে নেন বিরাট কোহলি ও মইন আলি। মইন আলির ৬৬ ও বিরাটের ১০০ রানের সুবাদে কলকাতার সামনে ২১৪ রানের টার্গেট রাখে বেঙ্গালুরু। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভাল হয়নি কলকাতার। পর পর চার উইকেট হারিয়ে চাপে পড়ে যায় কলকাতা। শেষ পর্যন্ত হাল ধরেন নীতিশ রান (৪৬ বলে ৮৬ রানে অপরাজিত) ও আন্দ্রে রাসেল (২৫ বলে ৬৫)।  ২০ ওভারে কলকাতা থামো ২০৩-৫-এ। ১০ রানে হারের মুখ দেখতে হল।

Comments